আন্ডারগ্রাজুয়েটে গবেষণার গুরুত্ব
আন্ডারগ্রাজুয়েটে গবেষণার গুরুত্ব
দেশের বাহিরে Higher Study বা Post-Graduation সবার ই একটা স্বপ্ন। আর সেটা যদি হয় স্কলারশিপসহ তাহলে তো আর কথাই থাকলো না।
স্কলারশিপ পেতে আমরা অনেকেই IELTS/TOEFL নিয়ে চিন্তা করি, ভাবি। হয়ত ভালো একটা IELTS/TOEFL বা অন্য কোন ইংলিশ প্রফিসিয়েনসি স্কোর থাকলেই স্কলারশিপ পেয়ে যাবো। বিষয়টা ঠিক। কিন্তু আমরা আর ও একটা বিষয় মিস করে ফেলি যেটা এর থেকেও অনেক উপরে। সেটা হল আন্ডারগ্রাজুয়েটে গবেষণা শিখতে পারা বা গবেষণা করা। আপনি, আমি, আমাদের মতো অনেকেই গ্রাজুয়েশন শেষ করবে কিন্তু একজন প্রফেসর কাকে নিবে একবার চিন্তা করুন। যে গবেষণা করতে পারে বা করতে শিখেছে তাকে কিন্তু প্রফেসরের শেখানো লাগবে না যে গবেষণা কাকে বলে, কিভাবে গবেষণাপত্র লিখে ইত্যাদি। এক্ষেত্রে প্রফেসরের খাটুনি কম হবে, যার ফলে প্রফেসর সবসময়ই তাকেই স্কলারশিপ দিবে যে এই ফিল্ডে এগিয়ে।
যারা প্রফেসর ফান্ডে যেতে চান এখন থেকে গবেষণার সাথে লেগে থাকা, এটা অনেক বড় বিষয়। আপনার জার্নালে গবেষণাপত্র থাকলে আপনার স্কলারশিপ পেতে আগে থেকেই এগিয়ে থাকবেন। আন্ডারগ্রাজুয়েটে গবেষণাকে সব বিশ্ববিদ্যালয় প্রাধান্য দেয়। আমাকে এক ভাইয়া বলেছিলেন, IELTS ভিন্ন জিনিষ আর গবেষণা ভিন্ন জিনিষ। একটা ভাষা দক্ষতা আর একটা গবেষণার দক্ষতা। গবেষণার দক্ষতা সবসময় ই আগে থাকবে।
চলুন জেনে আসি যে আন্ডারগ্রাজুয়েটে গবেষণার গুরুত্ব কি কি?
Demonstrated interest and ability: আন্ডারগ্রাজুয়েটে গবেষণা আপনার অধ্যয়নের ক্ষেত্রে আপনার আগ্রহ এবং স্বাধীনভাবে গবেষণা পরিচালনা করার ক্ষমতা প্রদর্শন করে। এটি আপনাকে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের কাছে বা প্রফেসরের কাছে দেখাতে পারে যে আপনি একজন গুরুতর এবং প্রতিশ্রুতিবদ্ধ ছাত্র। এবং আপনি গবেষণা জানেন, বোঝেন, তাই আপনি এগিয়ে।
Academic achievements: গবেষণাও একাডেমিক কৃতিত্ব প্রদর্শনের একটি উপায় হতে পারে। আপনি যদি গবেষণা পরিচালনা করেন এবং আপনার কাজের জন্য পুরষ্কার বা স্বীকৃতি পেয়ে থাকেন তবে এটি আপনার একাডেমিক সম্ভাবনা এবং সাফল্যের প্রমাণ হতে পারে।
Competitive advantage: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Scholarship পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। আন্ডারগ্র্যাজুয়েট গবেষণা আপনাকে অন্যান্য আবেদনকারীদের তুলনায় একটি ধাপ এগিয়ে দিতে পারে। সবার ই একাডেমিক দক্ষতা রয়েছে কিন্তু অনেকের ই গবেষণার দক্ষতায় ঘাটতি আছে যা আপনাকে আলাদা করবে।
Networking opportunities: আন্ডারগ্রাজুয়েটে গবেষণা আপনার ফিল্ডের অধ্যাপক, গবেষক এবং অন্যান্য শিক্ষার্থীদের সাথে সংযোগ করার সুযোগ প্রদান করতে পারে। এটি সম্পর্ক গড়ে তোলা এবং আপনার পেশাদার নেটওয়ার্ক প্রসারিত করার জন্য মূল্যবান হতে পারে, যা স্কলারশিপ এবং অন্যান্য সুযোগগুলি সুরক্ষিত করতে সহায়ক হতে পারে।
Finally, আন্ডারগ্রাজুয়েটে গবেষণা আন্তর্জাতিক ছাত্রদের বিদেশে পড়াশোনা করার জন্য Scholarship নিশ্চিত করার জন্য একটি মূল্যবান সম্পদ হতে পারে।
Keep remember, it can demonstrate your potentialities, interests, abilities to a university, to a professor which can ensure your scholarship and academic career.
যাই হোক, নিজেও আন্ডারগ্রাজুয়েটে পড়ি, নিজেই কিছু পাই নাই। তারপরও একটু মটিভেশন দিলাম এই আর কি
Abu Sayed
Faculty of Animal Science and Veterinary Medicine
Patuakhali Science and Technology University
Bangladesh-8210.
Website: Abu Sayed (google.com)
E-mail:

Comments
Post a Comment