Study in USA

  উচ্চ শিক্ষার জন্য আমেরিকা 


যারা উচ্চ শিক্ষার জন্য আমেরিকা পড়তে আসতে চায় তাদের জন্য মূলত আজকের এই পোস্ট। ইন্টারভিউয়ের দিন যেসকল ডকুমেন্টস আপনার সাথে রাখতে হবে সেগুলো হলো:

1. Passport

2. I-20 Paper / SEVIS form

3. SEVIS receipt fee & application fee receipt

4.DS-160 form

5. Appointment letter

6.Academic documents including transcripts, Certificates ( SSC,HSC, BSC or BBA or BS, MSC or MBA or MA)

7.Bank Statements and other proof of finances.


এখন আসি মূল প্রসঙ্গে। সাধারণত ৫ টা ক্যাটাগোরির উপরে ভিত্তি করে ইন্টারভিউ নেওয়া হয়।

1. Study Plans

2.University Choice

3.Academic Capability

4.Financial Status

5. Post graduation plans.


1.Study Plans related কিছু কমন প্রশ্ন হলো:

a)Why do you want to study?

প্রথমেই এই প্রশ্ন পেলে সাথে সাথে VO কে উত্তর দিয়ে ইমপ্রেস করতে পারলে আপনার ভিসা কনফার্ম হয়ে যাবে মোটামুটি। এখানে আপনি Cultural diversity, research facilities, flexible education system,unique curriculum, campus life এগুলো নিয়ে কথা বলতে পারেন।

b)Why can't you continue your education in your home country?

এখানে মুলত আপনার দেশের শিক্ষাব্যবস্থার সাথে আমেরিকার শিক্ষাব্যবস্থার তুলনা করবেন। এটাও বলতে পারেন একটা top ranked university থেকে ডিগ্রি নেওয়া আপনার জীবনের লক্ষ্য।

c)What are you planning to study?

এখানে মুলত আপনি কোন সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন সেটা নিয়ে জানতে চাচ্ছে। বেশির স্টুডেন্ট এটার উত্তর ঠিকমতো গুছিয়ে দিতে পারে না কারণ তারা কিছু গঁদ বাধা উত্তর মুখস্থ করে যায়। তারা তাদের নিজেদের কোর্স সম্পর্কে ডিটেইলস কিছু জানেই না। So be careful about your study plan. your course plan, total unit,your core subject.


2.এবার আসি University Choice নিয়ে।

a) Why did you choose this University?

এখানে VO কে একটা মূলা ধরাবেন। আপনার I-20 পেপারের প্রথম পেইজে দেখবেন আপনার ভার্সিটির DSO এর সিগনেচার আছে। ঐ নামটা মুখস্থ করে বলবেন আপনি তার সাথে সরাসরি ইমেইলে কথা বলছেন।তার মাধ্যমে আপনি এই ভার্সিটির কোর্সগুলো সম্পর্কে জানতে পেরেছেন যা আপনাকে আগ্রহী করেছে এই ভার্সিটিতে এপ্লাই করার জন্য।

b) How many different universities did you apply to?

যে কয়েকটা ভার্সিটিতে এপ্লাই করেছেন সবগুলোর নাম বলবেন যদি ঐ ভার্সিটির স্পেসিফিক কোন ক্যাম্পসে এপ্লাই করে থাকলে সেটাও বলবেন। যেমন California State University, Long Beach / Northridge / San Bernardino Campus.

c) Where is your school located?

আপনার ইউনিভার্সিটির লোকেশন জানতে চাচ্ছে। Concisely উত্তর দিবেন। যেমন Wright State University, Fairborn, Ohio.

d) How did you apply this University?

বলবেন University application portal এর মাধ্যমে করেছেন আপনার সব ডকুমেন্টস পোর্টালে সাবমিট করেছিলেন এবং কয়েক সপ্তাহের ভেতরেই I-20 paper পেয়েছেন।


3. Academic Plans related দুই একটা প্রশ্ন করতে পারে

a) What are your test scores?

আপনার IELTS/ GRE/ SAT/ TOEFL / GMAT স্কোরের কথা জানতে চাচ্ছে। ( OPTIONAL Question). সরাসরি উত্তর দিবেন 7.5/7/6/6.5.

b)Can you share your high school transcripts? ( OPTIONAL Question)

যখন VO papers দেখতে চাবে জাস্ট সিম্পলি hand over করে দিবেন। কোন কিছু বলার দরকার নেই শুধু বলবেন Here it is.


4.Your Finances (MOST IMPORTANT) related কিছু প্রশ্ন :

a) Who is your sponsor?

সিম্পলি বলবেন বাবা/ মা/ ভাই / বোন

b) What is the profession of your sponsor?

এক্ষেত্রে একদম ক্লিয়ারলি বলবেন কি করে যেমন ব্যবসা হলে ব্যবসা।তারপরে কোন ধরনের ব্যবসা এটার বর্ণনা দিবেন। চেষ্টা করবেন এই প্রশ্নটার উত্তর একটু ডিটেইলসে দেওয়ার। এই প্রশ্নের উপরেও ডিপেন্ড করবে আপনি ভিসা পাবেন কিনা।

c) Do you plan on working while you are studying in the us?

এক কথায় বলবেন না। আপনার বাবা / মা আপনাকে স্পন্সর করছে। আপনার মেইন ফোকাস শুধু পড়ালেখা।


5.Post Graduation Plans related কিছু প্রশ্ন:

a) Do you plan to return to your home country after completing your studies?

আপনিও জানেন আমিও জানি একবার যাইতে পারলপ আর আসবো না। কিন্তু এটা বলার দরকার নেই যে আসবেন না।বলবেন পড়া শেষ করে আপনি ফিরে আসতে চান। ফিরে আসার জন্য strong reason show করবেন।


এবার আসি কিছু Others Question নিয়ে। যেমন:

1. Tell me something about yourself?

আপনার ডিটেইলস বলবেন।নিজের নাম,ঠিকানা,পড়ালেখা, ভাইবোন নিয়ে বলবেন। অবশ্যই নিজের শখ নিয়ে কথা বলবেন।যেমন : রান্না করতে ভালোবাসেন বা বই পড়তে এমন কিছু বলবেন।

2.Do you have siblings?

ভাই বোন থাকলে বলবেন এবং কে কি করে সেটাও বলতে হবে।

3.Have you ever visited the us before?

Yes হলে Yes, No হলে No.

4.Tell me something about your state

অর্থাৎ যেই শহরে পড়তে আসবেন সেই শহর সম্পর্কে ভালো করে study করবেন।সেই শহরে কি আছে না আছে সে সব আগে থেকেই একটু গুগল করে শিখে রাখবেন।

5. নিজের accommodation plan সম্পর্কে জেনে রাখবেন আগে থেকেই। যেমন আপনি কি ভার্সিটির dorm এ থাকবেন নাকি rental house.

6.Tuition fees কতো। পার সেমিস্টারে কতো করে পড়বে এটাও জেনে রাখবেন। আপনার ব্যাচেলর/ মাস্টার্স / পিএইচডি পোগ্রাম কবে শুরু হবে কবে শেষ হবে এটা জেনে রাখা ভালো। সেইফ জোনে থাকা যায় আরকি।

7. Do you have any relatives in USA?

Yes হলে Yes, No হলে No.


N.B: Interview এর আগে যেই DS- 160 form টা ফিল আপ করেছিলেন সেটা ঠিক যেভাবে ফিল আপ করেছিলেন ঠিক সেভাবেই উত্তর দিবেন। কারণ VO এর কাছে আপনার I-20 paper & DS-160 form ছাড়া আর কোন ডকুমেন্টস নেই। এমনকি আপনি IELTS / GRE/ TOEFL এ রেকর্ড মার্কস পেলেও VO তা দেখবে না এবং জানবেও না। আপনার ইন্টারভিউ সর্বোচ্চ ৫-৭ মিনিট হবে আর ঠিক এর ভেতরই আপনার ভিসা অফিসারকে কনভিন্স করে ভিসা নিয়ে আসতে হবে।

Sumiaya Ara Lima

International American University

Los Angeles, California, USA

Comments

Popular posts from this blog

আন্ডারগ্রাজুয়েটে গবেষণার গুরুত্ব

বিদেশে উচ্চশিক্ষায় ১৬ টি গুরুত্বপূর্ণ স্কলারশিপ

Research ট্রেনিং সিলেবাস